



কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে বসেন নতুন দিল্লিতে এই বৈঠকে সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাত এবং ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
সুজুকির নতুন মোটরসাইকেল কারখানা
সুজুকি দেশে বাজারে ১০০ একর জমিতে ১৩৯.৭১ মিলিয়ন ডলার বিনিয়োগে একটি নতুন মোটরসাইকেল কারখানা স্থাপন করছে। সূত্রে জানা যায়, তাঁদের প্রাথমিক উৎপাদন ক্ষমতা বছরে ৭.৫ লক্ষ ইউনিট।
স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট
ইলন মাস্কের (Elon Musk) স্টারলিংক (Star link) ভারত সরকারের কাছ থেকে স্যাটকম লাইসেন্স পাওয়ার পথে রয়েছে বলে উল্লেখ। স্টারলিংক এ দেশে ব্যবসা করতে এলে দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ উন্নত করতে সহায়ক হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।
সিকিমে ভূমিধস ও উদ্ধার অভিযান

উত্তর সিকিমে প্রবল বৃষ্টির ফলে ভূমিধসে বহু পর্যটক আটকে পড়েছেন। ভারতীয় সেনা ও বিমান বাহিনী উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে।

সিকিমে আঁটকে থাকা পর্যটকরা যাতে নিরাপদে নিজেদের ঘরে ফিরতে পারেন তার যথাযথ ব্যবস্থা করা হচ্ছে বলে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিশেষ সূত্রে খবর।
দাবায় গুকেশের সাফল্য
নরওয়ে চেস ২০২৫-এ ভারতীয় দাবাড়ু ডি. গুকেশ প্রথমবারের মতো ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করেছেন।
পড়ুন : Virat Kohli : আরসিবির প্রথম আইপিএল জয়ের আবেগঘন মুহূর্তে কোহলির চোখের জল মোছালেন অনুষ্কা
এরল মাস্কের অযোধ্যা সফর
ইলন মাস্কের পিতা এরল মাস্ক অযোধ্যার রাম মন্দিরে পূজা দিয়েছেন। এবং ভারতের সবুজ প্রযুক্তি উদ্যোগের প্রশংসা করেছেন বলে উল্লেখ।
শেয়ার বাজার
আজকের শেয়ার বাজারে গুজরাট স্টেট ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস (GSFC), ইন্ডিজেন ও রেডিংটন কোম্পানিগুলিতে বিনিয়োগের জন্য পরামর্শ দেওয়া হয় বলে সূত্রের খবর।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Restless : এই সময় কেন বড় অস্থির
