Sasraya News

News Today : আজ ৩ জুন ২০২৫-এর গুরুত্বপূর্ণ খবর

Listen

আধার কার্ড আপডেটের সময়সীমা

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি (UIDAI) জানিয়েছে, আধার কার্ড বিনামূল্যে আপডেট করার সময়সীমা ১৪ জুন ২০২৫ পর্যন্ত। নাগরিকদের এখনই আধার কার্ডে ঠিকানা ও অন্যান্য তথ্য যাচাই করে আপডেট করার অনুরোধ জানানো হয়েছে। এরপর থেকে এই সেবা হয়তো চার্জযোগ্য হবে।

ভারত- যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি 

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। উভয় দেশ জুলাই মাসের মধ্যে এই চুক্তি সই করার লক্ষ্যে কাজ করছে। এতে প্রযুক্তি, প্রতিরক্ষা এবং কৃষি খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

আইপিএল ২০২৫ ফাইনাল

আজ আইপিএল ২০২৫-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। প্রতিযোগিতায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস মুখোমুখি। ফাইনাল উপলক্ষে জমকালো সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করছেন শংকর মহাদেবনসহ জনপ্রিয় শিল্পীরা। ভারতীয় সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করে একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠানও হয়েছে।

কোভিড-১৯ পরিস্থিতি

কোভিড-১৯ সংক্রমণ বেড়েছে। সূত্রের খবর, বর্তমানে সক্রিয় কেসের সংখ্যা ৪,০০০-এর বেশি। বেশ কয়েকটি রাজ্যে সতর্কতা জারি হয়েছে এবং হাসপাতালগুলোতে প্রস্তুতি নিতে বলা হয়েছে। নতুন স্ট্রেইনের কারণে সংক্রমণের হার দ্রুত বাড়ছে।

আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | 1st June 2025, Issue 67 | সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | ১ জুন ২০২৫, রবিবার। সংখ্যা ৬৮
ছবি : সংগৃহীত

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read