Sasraya News

Friday, March 28, 2025

New Delhi : সংসদে বিশেষ অধিবেশন শুরু

Listen

সংসদে বিশেষ অধিবেশন শুরু

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : আজ থেকে সংসদে শুরু হল বিশেষ অধিবেশন। এই অধিবেশন চলবে এই মাসের ২২ তারিখ পর্যন্ত। বিশেষ অধিবেশন সম্পর্কে বিরোধীরা জানায়, এই অধিবেশনে আহ্বানের কারণ স্পষ্ট নয় তাঁদের কাছে। সূত্রের খবর, সংসদে ৮ টি বিল পেশ হতে পারে। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, এই সংসদীয় যাত্রা ঐতিহাসিক হতে চলেছে। ইতিহাসকে স্মরণ করে আমরা এই ঐতিহাসিক ভবন থেকে বিদায় নিচ্ছি। এই সদন আগে ইমপেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ছিল। স্বাধীনতার পরে তা সংসদে পরিণত হয়। ব্রিটিশরা সংসদ তৈরির সিদ্ধান্ত নিলেও, আমরা গর্বের সঙ্গে বলতে পারি এই সংসদ গঠনের শ্রম, অর্থ, বল আমাদের দেশবাসীর ছিল।” লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ৭৫ বছরের কথা হচ্ছে। কিন্তু আমার জ্ঞান অনুযায়ী ১৯৪৬ সালে প্রথম অধিবেশন হয়েছিল। আমি জানি না কীভাবে আপনি আজাদির  ৭৫ বছর খুঁজে আনলেন। বলা হচ্ছে, আজ এই সংসদ ভবনের শেষ দিন। এই সংসদে কত জ্ঞানী-গুণী মানুষ দেশের উন্নয়নের জন্য অংশগ্রহণ করেছিলেন। জীবনে কত বন্ধু এল, কত বন্ধু ছিটকে গেল। এই সংসদও আগে সচল ছিল, এখনও চলছে। আমরা সবাই আজ এই সংসদ ভবনকে বিদায় জানাতে এসেছি।  কাল থেকে আমরা নতুন সংসদে বসবেন। নেহেরুজীকে নিয়ে কথা বলার সুযোগ পাব আমরা। আমাদের দেশের ইতিহাস আমাদের সমৃদ্ধ করেছে। নেহেরুজী সবসময় বিরোধীদের কথা শুনতেন, তাদের অপমান বা তাদের নিয়ে মশকরা করতেন না। উনি শুধুমাত্র দেশকে কঠিন সময়ে পরিচালনই করেননি, তিনি ঐক্য-সাম্যও গঠন করেছিলেন। ওনার বক্তব্যের নির্ধারিত সময় পেরিয়ে গেলে, স্পিকার বেল বাজাতেন।” উল্লেখ্য আগামীকাল থেকে সংসদের কার্যক্রম নতুন সংসদ ভবন থেকে শুরু হবে বলে উল্লেখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবিষয়ে সংসদে বলেন, ”নতুন সংসদে নতুন বিশ্বাস নিয়ে যাব আমরা, যাতে সাধারণ মানুষের কাছে গণতন্ত্রের বার্তা পৌঁছয়। এই সংসদ ভবনকে আমি প্রণাম জানাই।”

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment