



ভাটনগর পুরস্কার চার বাঙালি বিজ্ঞানীকে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ভাটনগর পুরস্কার পাচ্ছেন চার বাঙালি বিজ্ঞানী। শান্তি স্বরূপ তাঁদের এই পুরস্কার বলেই উল্লেখ। এই পুরস্কারে মনোনীত বিজ্ঞানী দিপ্যমান গঙ্গোপাধ্যায়। দিপ্যমান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির বিজ্ঞানী। এই পুরস্কারে মমনোনীত বাকী তিনজন বিজ্ঞানী মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ-এর বিজ্ঞানী বাসুদেব দাশগুপ্ত, বম্বে আইআইটি-এর বিজ্ঞানী দেবব্রত মাইতি। দেবব্রত বাবু বম্বে আইআইটির কেমিক্যাল বিভাগে কর্মরত। আরেকজন ভাটনগর পুরস্কার পাচ্ছেন, বিজ্ঞানী অনিন্দ্য দাস। অনিন্দ্য বাবু বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের বিজ্ঞানী। চার বাঙালির পুরস্কার প্রাপ্তি বিজ্ঞানসাধকদের নিঃসন্দেহে আলো দেখাচ্ছে বলে মত বিভিন্ন মহলের।
ছবি : সংগৃহীত
