Sasraya News

Saturday, February 15, 2025

Nashipur : কবে চলবে নশিপুর রুটে ট্রেন!

Listen

সাশ্রয় নিউজ ★ আজিমগঞ্জ : নশিপুর রুটে দ্রুততার সঙ্গে চলছে কাজ, এমনই খবর রেল সূত্রে। আজিমগঞ্জ-নশিপুরের ভেতর ইলেক্ট্রিক পোল ও পোলের গোড়া ঢালাইয়ের কাজ ইতিমধ্যেই সমাপ্ত। রেল সূত্রে খবর, এবার বিদ্যুতের তার লাগানো এবং তারে বিদ্যুৎ সংযোগ স্থাপন হলেই অনেকটা কাজ সম্পন্ন হবে। জানা যায়, পঁচিশ হাজার ভোল্টের বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। প্রসঙ্গত, জমি-জটে আটকে থাকার পরে, ফের রেলের কাজ শুরু হয় বাকি অংশে। ওই রুটে ট্রেন চলাচল শুরু হলে, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকার সঙ্গে উত্তরবঙ্গ ও বহির্বঙ্গের সঙ্গে রেল যোগাযোগ আরও মসৃণ হবে। কিন্তু কবে শুরু হবে ওই রুটে ট্রেন চলাচল! এখনও জানা যায়নি!

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment