Sasraya News

Thursday, February 13, 2025

Narendra Modi : মঞ্চে উঠেই ক্ষমা চাইলেন মোদি

Listen

সাশ্রয় নিউজ ★ কৃষ্ণনগর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর (Narendra Modi) জনসভা ঘিরে মানুষের ঢল কৃষ্ণনগরে। জেলার সব প্রান্ত থেকে বিজেপি সমর্থকরা এদিন কৃষ্ণনগর পৌঁছন। রাজ্যে বিধানসভার বিরোধী দল নেতা, রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির রাজ্য শীর্ষ নেতৃত্বও সভায়। সুকান্ত বাবু কৃষ্ণনগরের বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে মঞ্চ থেকে চাঁচাছোলা আক্রমণ শানালেন এদিন। সুকান্ত মজুমদার সভা মঞ্চ থেকে বললেন, “একজন সামান্য টাকার লোভে, লিপিস্টিকের লোভে সাংসদের লগ ইন আইডি দিয়ে দিলেন অন্য কউকে, তাঁকে সাংসদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।” একই সুরে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ সম্পর্কে বক্তব্যে বললেন শুভেন্দু অধিকারীও। শুভেন্দু বলেন, কৃষ্ণনগরের সাংসদ এখন নেই, প্রাক্তন হয়েছেন। পাসওয়ার্ড বিক্রি করেছিলেন। তার বদলা হবে তো? সন্দেশখালির বদলা হবে তো? প্রসঙ্গত এদিন প্রকল্প অনুষ্ঠানে একাধিক প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র। তারপরেই সেখান থেকে হুডখোলা গাড়িতে সমর্থকদের প্রতি হাত নাড়তে নাড়তে কৃষ্ণনগর কলেজ মাঠে পৌঁছন। এখানেই বিজেপির জনসভা। প্রধানমন্ত্রী সভাস্থালে পৌঁছলে সমর্থকেরা উচ্ছ্বাস বিহ্বল হন। যেদিকে তাকানো যাচ্ছে লোক থিক থিক করছে। মঞ্চে বলতে উঠেই প্রধানমন্ত্রী সকলের উদ্দেশ্যে বলেন, “মাঠটা ছোট হয়ে গিয়েছে। আপনাদের সমস্যা হচ্ছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।” -সংগৃহীত ছবি 

আরও খবর : Jackky Bhagnani-Rakul Preet Singh : বিয়ের পর মধুচন্দ্রিমায় কোথায় গেলেন জ্যাকি-রাকুল!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment