



সাশ্রয় নিউজ ★ কৃষ্ণনগর : কৃষ্ণনগরে প্রশাসনিক সভা শেষ করে জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন তিনি জনসভা থেকে রাজ্যের শাসক দলকে একাধিক ইস্যুতে তোপ দাগেন। দুর্নীতি, সন্দেশখালি প্রসঙ্গেও রাজ্যের শাসকদলের দিকে ধেয়ে যায় নরেন্দ্র মোদী-র বাক্যবাণ। কৃষ্ণনগরে তিনি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) সঙ্গে বৈঠকও করেন। প্রায় ২২ মিনিটের ওই বৈঠকে কী আলোচনা হয়েছে জানা যায়নি। তবে বিশেষ সূত্রের খবর যে, নাগরিকত্ব সংশোধন আইন কার্যকর, সন্দেশখালির ঘটনা, সেখানের ১৪৪ ধারা নিয়ে রাজ্য বিজেপি’র দুই শীর্ষ নেতৃত্ব প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন বলে উল্লেখ। সুকান্ত মজুমদারের কথায়, “সিএএ তো হয়েই গিয়েছে। এ নিয়ে আর কোনও কথা নেই। এবার নির্দেশিকা তৈরি হবে। উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবে। বিজেপির রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শমীক ভট্টাচার্য এ বিষয়ে বলেন, সিএএ নিয়ে কথা হয়নি। তিনি এ-ও জানান, “সিএএ কার্যকর হবেই। তা ঠিক হয়েই আছে।” তবে বিজেপি সূত্রে এ-ও খবর যে, সামনেই লোকসভা ভোট। ভোটে রাজ্যের সব আসনে ঝাঁপাবে বিজেপি। তেমনি দুর্নীতি ও সন্দেশখালি (Sandeshkhali) ইস্যুতে আরও সরব হতে দেখা যেতে রাজ্যের পদ্ম শিবিরকে। -সংগৃহীত ছবি
আরও খবর : ASHA Workers Strike : কর্ম বিরতি পালন করছেন আশা কর্মীরা
