



বিজেপি তৃণমূল সংঘর্ষ নৈহাটিতে
সাশ্রয় নিউজ ★ নৈহাটি : বিজেপি তৃণমূল সংঘর্ষ নৈহাটিতে। ঘটনায় দুই দলের অন্তত পাঁচজন ব্যক্তি আগত হয় বলে নৈহাটি থানা সূত্রে উল্লেখ। ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় অন্তত দু’টি গাড়ি। সংঘর্ষে গুরুতর আহত হন বিজেপি নেত্রী শম্পা সরকারের স্বামী। তিনি কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন বলে পুলিশ সূত্রে উল্লেখ।
