Sasraya News

Thursday, February 13, 2025

Nagaland Tour : টুক করে ট্যুর নাগাল্যাণ্ড 

Listen

ভ্রমণের জন্য উত্তরপূর্ব ভারতে সেভেন সিস্টার্স রাজ্যের অন্যতম নাগাল্যাণ্ড (Nagaland Tour)। ঘোরাঘুরি ও পেটপুজোর জন্য লোভনীয়। লিখেছেন : কোহিমা ঠাকুর 

 

 

সেভেন সিস্টার্স (Seven Sisters) রাজ্যের মধ্যে বেশ  আকর্ষণীয় নাগাল্যাণ্ড। নাগাদের জীবনযাত্রার সারল্য ভ্রামণিকদের মনে কৌতুহল তৈরি করে রেখেছে। একই সঙ্গে, ওই রাজ্যের ট্যুরিস্ট স্পষ্টগুলিও চোখ ও মনের খিদে নির্বৃত্তি করে বৈকি! তবে পাঠকরা ন্যাগাল্যাণ্ড ছাড়াও সেভেন সিস্টার্স -এর অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় রাজ্যগুলিকে পার্ট পার্ট করে তাঁদের বেড়ানোর তালিকায় রাখেন। কেননা, প্রত্যেকটি রাজ্যতেই অজস্র বৈচিত্র‍্য। এবং  ট্যুরিজম শিল্প জাঁকজমকপূর্ণ।

 

 

অনেকের মনে হতেই পারে, কেন ভারতের অন্যান্য রাজ্যের থেকে এই রাজ্যগুলির দিকে পর্যটকদের কৌতুহল থাকে! তা স্বাভাবিকও। নইলে দেশ ও বিদেশের পর্যটকরা কেন গাঁটের কড়ি খরচ করে পাড়ি দেন এই দিকেই! বলে রাখা ভাল যে, সেভেন সিস্টার্স রাজ্যগুলি ভারতের অন্যান্য রাজ্যের মতই নিজস্বতা অটুট রেখেছে। তবে প্রাকৃতিক বৈচিত্র্যময় পরিবেশ, সাংস্কৃতিক উত্তাপ, ধর্ম, স্থাপত্য, ঐতিহাসিক নিদর্শন, সাধারণ জনজীবন খুব করে হাতছানি দিয়ে থাকে একথা স্বীকার করতেই হয়।

 

 

নাগাল্যাণ্ডের কোথায় যাব? কেন যাব?

যাঁদের পায়ের নিচে সর্ষে, অর্থাৎ সময় পেলেই ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়েন, তাঁদের কাছে এই প্রশ্নটি নেহাৎই অপ্রযোজ্য! কারণ পথের টান যে একবার উপলব্ধি করেছে, তাঁকে কী প্রশ্ন করা যায়, কেন যাব? কোথায় যাব! কারণ ভ্রমণ মানেই বিস্ময়! ভ্রমণ মানেই উপলব্ধি। ভ্রমণ মানেই নিজেকে অজস্রের ভেতর ছড়িয়ে দেওয়া। নাগাল্যাণ্ডও তেমনই। 

 

 

নাগাল্যাণ্ডের ট্রাভেল স্পর্টগুলির দিকে তাকালে দেখা যাবে, স্ফূরণ। প্রাকৃতিক টান। রাজ্যটির ক্যাপিটাল সিটি কোহিমা সিটি বা কোহিমা শহর পর্যটকদের অন্যতম চয়েস। কোহিমা শহরটির আকর্ষণ ভীষণ তীব্র। রাজ্যের ক্যাপিটাল সিটিও কোহিমা। এখানের সাইড সিনও চমৎকার। প্রকৃতি মুগ্ধতা ছড়ায় ক্রমশঃ। কোহিমা সিটির চার্চে পর্যটকরা পরম শান্তি খুঁজে পেতে পারেন।

 

 

এছাড়াও ওয়্যার সিমেট্রি পর্যটকদের দেখার মত স্থান। বহন করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি। নাগাল্যাণ্ডের অন্যান্য দর্শণীয় স্থানগুলিও একই ট্রিপে ক’য়েক দিনের ছুটিতে এক্সপ্লোর না করলে রাজ্যটির পর্যটন শিল্প কতটা উন্নত তা অধরাই থেকে যাবে। ডিমাপুরের কাছারি রাজবাড়ি অন্য উপলব্ধি দেবে পর্যটকদের। জুকোভ্যালি, নাগা হেরিটেজ ভিলেজ কিসামা, লওমা বর্ডার, ক্লিন ভিলেজ : খনমা ভিলেজ ট্যুরিস্ট স্পষ্ট হিসেবে খ্যাত।

 

 

 

সাংস্কৃতিক মেলবন্ধন খাবার-দাবার

নাগাল্যাণ্ডে বহু জনজাতির মানুষ বসবাস করেন। তাঁদের সারল্যেভরা জীবনযাপন পর্যটকদের মুগ্ধ করে। খুব নীরবেই ওঁদের সঙ্গে পর্যটকদের সাংস্কৃতিক ভাববিনিময়ও হয়ে যায়। এঁদের হস্তশিল্প, খাবার-দাবারেও চমৎকার। স্থানীয় খাবারের প্রতি পর্যটকদের পরিপূর্ণ আকর্ষণ লক্ষ্যণীয়। বিশেষ করে স্ট্রিট ফুড। এছাড়া শপিংয়ের জন্য বহুজাতিক শপিং মল যেমন আছে তেমনি চোখ ধাঁধানো স্থানীয় বাজারগুলিও ট্রাডিশনাল পোশাক থেকে স্থানীয় জিনিসপত্র পর্যটকদের ভালবাসা কুড়োয়।

 

 

কোথায় থাকব? 
সরকারিভাবে ল্যাগাল্যাণ্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট-এর বাংলোগুলিতে থাকা যায়। এজন্য ন্যাগাল্যাণ্ড পর্যটন দপ্তরের ওয়েবসাইটে গিয়ে বুকিং করা যেতে পারে। এছাড়া বেসরকারি বহু বাংলো, রিসর্ট, হোম স্টে ও প্রচুর হোটেল পাওয়া যায়।

ছবি : আন্তর্জালিক

আরও পড়ুন : Sunday’s Literature Special | 5 January 2025 | Issue 46 || সাশ্রয় নিউজ, রবিবারের সাহিত্য স্পেশাল | ৫ জানুয়ারি ২০২৫ | সংখ্যা ৪৬

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment