Sasraya News

Nadia : লছিমনের ধাক্কায় মৃত্যু একজনের

Listen

Nadia : লছিমনের ধাক্কায় মৃত্যু একজনের

সাশ্রয় নিউজ ★ করিমপুর : নদীয়ার করিমপুরের হোগলবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লছিমন গাছে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় লছিমন চালককে স্থানীয় বাসিন্দারা নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা চালককে মৃত বলে ঘোষণা করেন। চালকের নাম অরবিন্দ বিশ্বাস (৬০)। করিমপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন বলে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read