Sasraya News

Saturday, February 8, 2025

Nadia : বিদ্যাসাগরের জন্মদিনে শান্তিপুরের মানিকনগরবাসীরা পেলেন সুস্বাস্থ্যকেন্দ্র

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ শান্তিপুর : ২৬ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার নদীয়া জেলার শান্তিপুর থানার মানিকনগরে বিদ্যাসাগরের জন্মদিনে সুস্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন হল। সেই আনন্দে ভাসলেন গ্রামবাসীরা। নদীয়া জেলার প্রান্তিক মানিকনগরের বাসিন্দাদের একমাত্র গ্রাম পঞ্চায়েত ও স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার জন্য ভরসা হচ্ছে নৌকা। কিন্তু তাদের এই গ্রামে স্বাস্থ্য কেন্দ্র হওয়াতে গ্রামবাসীরা আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলেন। এই স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধনে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়কসহ অন্যান্য জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকসহ গ্রামবাসীরা। স্থানীয় মানুষজনের বক্তব্য, মানিকনগরে সত্যিই তাদের আকাঙ্ক্ষিত সুস্বাস্থ্য কেন্দ্র দরকার ছিল এবং সেটি হওয়াতে তাঁরা খুবই উপকৃত হবেন বলে উল্লেখ।

ছবি : সংগৃহীত 

আরও খবর : Sasraya News Sunday’s Literature Special | Issue 33, September 22, 2024 | সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | সংখ্যা ৩৩ | ২২ সেপ্টেম্বর ২০২৪

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment