Sasraya News

Thursday, June 19, 2025

Nadia : বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা

Listen

বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা

সাশ্রয় নিউজ ★ রানাঘাট : গতকালই পুর-নিয়োগ দুর্নীতিতে রাজ্যের দুই হেভিওয়েট তৃণমূল নেতা ও মন্ত্রীর বাড়িতে সিবিআই আধিকারিকরা হানা দেন। কামারহাটির বিধায়ক মদন মিত্র ও রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে যান সিবিআই। সূত্রের খবর বাড়িতে তল্লাশীর পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলে ওই দুই নেতাকে। দুই তৃণমূল নেতা ক্ষোভ ক্ষোভ প্রকাশ করেন সংবাদমাধ্যমে। এদিকে ওই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই রানাঘাটে পৌঁছয় সিবিআই দল। বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়-এর বাড়িতে আজকে তল্লাশী শুরু করেন তাঁরা। সুত্রের খবর, পুর-নিয়োগ দুর্নীতির তদন্তেই বিজেপি বিধায়কের বাড়িতে সিবিআই।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment