



ফুচকা খেয়ে হাসপাতালে ভর্তি ৬০ জন
সাশ্রয় নিউজ ★ বেথুয়াডহরি : নদীয়ার বেথুয়াড়হরিতে ফুচকা খেয়ে অসুস্থ অন্তত ৬০ জন। প্রত্যেকেই বেথুয়াডহরির মড়োকখোলা ও মাঠপাড়া এলাকার বাসিন্দা বলে উল্লেখ।
আরও খবর : বিড়াল ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন মহিলা
আক্রান্তরা জানান, প্রচণ্ড বমি ও পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার পরেই পলাতক ফুচকা বিক্রেতা। শুক্রবার থেকে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে একে একে ভর্তি হতে থাকেন ফুচকায় আক্রান্তরা। অসুস্থদের ভেতর তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে দেওয়া হয় বলে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতাল সূত্রে জানানো হয়। হাসপাতাল সূত্রে আরও খবর, ফুচকায় বিষক্রিয়া থেকেই এতবড় ঘটনার ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
ছবি : প্রতীকী
