



নাকাশিপাড়ায় বোমা উদ্ধার
সাশ্রয় নিউজ ★ কৃষ্ণনগর : নদীয়ার নাকাশিপাড়ায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার ধনঞ্জয়পুর গ্রামের একটি বাঁশবাগান থেকে নাকাশিপাড়ার পুলিশ বোমা উদ্ধার করে। একটি প্লাস্টিকের জার থেকে ১৫ টি তাজা বোমা উদ্ধার হয় বলে উল্লেখ। বোম্ব স্কোয়াড-এর কর্মীরা বোমাগুলি নিস্ক্রিয় করেন বলে পুলিশ সূত্রে খবর। নাকাশিপাড়া থানা সূত্রে আরও খবর, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। কে বা কারা কী জন্য বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
