



নদীয়ায় দমকলকর্মী খুন
কৃষ্ণনগর : কৃষ্ণনগরে এক দমকল কর্মীকে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি বুধবার আনুমানিক রাত্রি ৩ টে নাগাদ ঘটে বলে পুলিশসূত্রে খবর। স্থানীয়রা জানান, ওই সময় কালীপূজোর বিসর্জন চলছিল কাছেই। পুলিশ সূত্রে আরও খবর, কোতোয়ালি থানার নুড়িপাড়া নামে একটি জায়গায় খুনের ঘটনাটি ঘটেছে। নিহত দমকলকর্মীর নাম তুহিনশুভ্র বসু (৩৯)। তিনি রানাঘাট দমকলের একজন কর্মী ছিলেন।
কী কারণে এই খুন বা কারাই বা খুন করেছে তা এখনও অস্পষ্ট পুলিশ এ পরিবারের কাছে। তুহিনের পরিবার কোতোয়ালি থানায় খুনের অভিযোগ দায়ের করেছে। খুনিদের খোঁজে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে বলে উল্লেখ।
নদীয়া জেলার পুলিশ সুপার ঈশানী পাল জানান, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতিদের ধরতে তল্লাশি শুরু হয়েছে। তারা ধরা পড়লে খুনের কারণ স্পষ্ট হবে। বিসর্জনকে কেন্দ্র করে খুন বলে অভিযোগ উঠলেও, এখনও পর্যন্ত তার কোনও প্রমাণ পাওয়া যায়নি। কারণ খুনটা একটা ফাঁকা গলিতে হয়েছে। কিন্তু বিসর্জন হচ্ছিল নির্দিষ্ট রুটে।
জানা যায়, স্ত্রী ও সন্তান সহ তুহিনশুভ্র বসু নেদেরপাড়াতে থাকতেন। পরিবারের পক্ষে দোষীদের শাস্তির দাবী করেছেন মৃত তুহিনবাবুর ভাই অর্কশুভ্র বসু।
