Sasraya News

Nadia : নদীয়ার মৃগী সমবায় সমিতির নির্বাচনে বড় ব্যবধানে জয়ী বামেরা

Listen

নদীয়ার মৃগী সমবায় সমিতির নির্বাচনে বড় ব্যবধানে জয়ী বামেরা

সাশ্রয় নিউজ ★ কৃষ্ণনগর : নদীয়ার তেহট্টের মৃগী সমবায় সমিতির নির্বাচনে বড় ব্যবধানে জয়ী বামেরা। ওই সমবায় সমিতির মোট ৬২ টি আসনের ভেতর ৫০ টি আসনে জয়ী হয় বাম ও বাম সমর্থিত প্রার্থীরা। ১২ টি আসনে জয়ী হয় বিজেপি। নদীয়া জেলা বামফ্রন্ট নেতৃত্ব এই জয় সম্পর্কে কটাক্ষ ছুঁড়ে দেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। তাঁদের দাবী, এই নির্বাচনে ওঁদের হার নিশ্চিত জেনেই ওঁরা প্রার্থী দেয়নি। অন্যদিকে, নির্বাচনের ফলাফল প্রকাশের পরে তৃণমূল কংগ্রেসের অন্দরেই কলহ শুরু হয়। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা দলের নেত্রী টিনা টিনা সাহা ভৌমিককেই হারের দায় চাপান বলে উল্লেখ। উল্লেখ্য, এর আগেই মৃগী সমবায় সমিতি বামেদের দখলে ছিল।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read