Sasraya News

Nadia : ছাগল কেনার নাম করে প্রেম ও প্রতারণা, শ্রীঘরে যুবক

Listen

সাশ্রয় নিউজ ● চাপড়া : ছাগল কেনার অজুহাতে বাড়িতে এসে গৃহবধূর সঙ্গে প্রেম। তারপর গোপনে তোলা ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট! ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় নদীয়ার (Nadia) চাপড়া থানার বাঙালঝি গ্রামে। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত ছাগল ব্যবসায়ীকে। গত শুক্রবার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে অভিযুক্তকে পেশ করে পুলিশ।

জানা যায়, অভিযুক্ত ব্যক্তি পেশায় ছাগল ব্যাপারী। চাপড়া থানার অন্তর্গত বাঙালঝি (Bangaljhi) গ্রামে তাঁর বাস। ওই ব্যক্তি নদিয়ার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ছাগল কেনাবেচার কাজ করেন। সম্প্রতি হুদা গ্রাম পঞ্চায়েত এলাকার এক বাড়িতে ছাগল কিনতে গিয়েছিলেন। সেখানেই গৃহবধূর (Housewife) সঙ্গে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। প্রথমে নিয়মিত কথাবার্তা, তারপর মোবাইল নম্বর আদানপ্রদান। ধীরে ধীরে শুরু হয় প্রেমালাপ। বাড়ির পুরুষ সদস্যেরা যখন কাজে ব্যস্ত, সেই সময়েই তাঁদের মধ্যে দেখা-সাক্ষাৎ বাড়তে থাকে। স্থানীয় সূত্রে খবর, কিছুদিনের মধ্যেই তাঁদের সম্পর্ক শারীরিক পর্যায়ে পৌঁছায়। অভিযোগ, ওই ব্যবসায়ী একাধিকবার মহিলার সঙ্গে সহবাস করেন। কিন্তু ওই গৃহবধূর অজান্তেই সেই সমস্ত মুহূর্ত ক্যামেরাবন্দি করছিলেন ওই যুবক।

সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে ক’য়েক দিন আগে। অভিযোগ, অভিযুক্ত যুবক গোপনে তোলা ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। সেটি দ্রুত ভাইরাল হতে শুরু করে। অনেকেই তা দেখে ফেলে। শেষমেশ খবর পৌঁছয় গৃহবধূর কানে। ক্ষুব্ধ মহিলা সঙ্গে সঙ্গে থানায় ছুটে যান। চাপড়া থানায় অভিযোগ দায়ের করার পর নড়েচড়ে বসে পুলিশ। ঘটনার গুরুত্ব বুঝে তৎপরতা শুরু করে তদন্ত। অভিযুক্তকে দ্রুত খুঁজে বার করে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা খবর, তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। মোবাইলের মধ্যে থাকা ছবি এবং ভিডিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।চাপড়া থানার এক আধিকারিকের কথায়, “প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, অভিযুক্ত ছাগল ব্যবসায়ী (Goat Trader) মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করে গোপনে তাঁর ছবি ও ভিডিও তোলে। পরে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। তাঁর বিরুদ্ধে আইনের উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে।”
উল্লেখ্য, গ্রেফতার হওয়া যুবককে শুক্রবার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে (Krishnanagar District Court) তোলা হয়। আদালত তাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে বলে খবর। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও মহিলার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে কড়া ধারায় মামলা করা হয়েছে।

এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অনেকেই বিস্মিত এমন ঘটনার পরিপ্রেক্ষিতে। “একটা ছাগল কেনার নাম করে কেউ এমনটা করতে পারে ভাবতেই পারিনি,” মন্তব্য এক প্রতিবেশীর। আর এক জন বলেন, “মানুষকে আর চেনা যাচ্ছে না। বাইরে থেকে ভালো মনে হলেও কী যে লুকিয়ে রাখে, বোঝা যায় না।” এই ঘটনার পর মহিলার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত। অভিযোগকারিণীর তরফে জানানো হয়েছে, “আমরা ভাবতেই পারিনি উনি এমন বিশ্বাসভঙ্গ করবেন। আমরা তাঁকে বিশ্বাস করেছিলাম। এমন কাণ্ড করে আমাদের মানসম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে।” পুলিশ সূত্রে খবর, ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মহিলাদের সম্মান ও গোপনীয়তা রক্ষার্থে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত যুবক আরও ক’য়েকটি বাড়িতে ছাগল কেনার নাম করে যাতায়াত করত। তবে অন্য কোথাও এ ধরনের ঘটনা ঘটেছে কিনা, তা এখনও জানা যায়নি।

সোশ্যাল মিডিয়া যেমন আধুনিক যুগে যোগাযোগের হাতিয়ার, তেমনই তা কখনও কখনও পরিণত হচ্ছে ব্ল্যাকমেলের অস্ত্রে। এই ঘটনার পর অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে গ্রামের মহিলারা। তাঁদের অনেকেই বলছেন, “এখন তো আর কাউকে বাড়িতে ঢোকানোর সাহস হচ্ছে না। একটা ছাগল কিনতেই এমন সর্বনাশ হতে পারে, কে জানত!” উল্লেখ্য, এই ঘটনার রেশ কত দূর গড়ায়, এখন সেটাই দেখার। তবে পুলিশের তরফে আশ্বাস, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দোষীর শাস্তির ব্যবস্থা করা হবে।
 -প্রতীকী চিত্র 
আরও পড়ুন : Sonam Kapoor : ওজন ঝরিয়ে সৌন্দর্য ধরে রাখা, সোনম কপূরের হেঁশেলের রহস্য প্রকাশ্যে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read