Sasraya News

Nadia : গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, ধৃত স্বামী

Listen

সাশ্রয় নিউজ ★ কল্যাণী : একগৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। ঘটনায় পুলিশের হাতে ধৃত স্বামী। উল্লেখ্য, গত ১০ নভেম্বর সুজাতা সরকার নামে এক গৃহবধূর মৃত্যু হয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যু বলে মনে করে। দেহের ময়নাতদন্তে রিপোর্টে উল্লেখ, ওই মহিলা বিষ্পক্রিয়ায় মৃত্যু হয়। তার পরেই পুলিশ মহিলার স্বামীকে চাকদাহের নরেন্দ্র পল্লি থেকে গ্রেফতার করে৷ পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তির নাম মণিকান্ত সরকার। তাঁকে শনিবার কল্যাণী মহুকুমা আদালতে তোলে পুলিশ। আদালত তাঁর ১০ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন : বিশ্বকাপের ক্ষত ভুলে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ম্যাচ পাখির চোখ কোহলির

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read