Sasraya News

Nadia : ক্যান্সারের কষ্ট সহ্য করতে না পেরে পেটে ব্লেড চালালেন মহিলা

Listen

ক্যান্সারের কষ্ট সহ্য করতে না পেরে পেটে ব্লেড চালালেন মহিলা

সাশ্রয় নিউজ ★ নদীয়া : দীর্ঘদিন থেকে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন এক মহিলা। প্রতিদিন তাঁর ক্যান্সারের যন্ত্রণা বাড়ছিল। যন্ত্রণা সহ্যের বাইরে চলে যাচ্ছিল। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাত্রিবেলা অতিষ্ঠ হয়ে নদীয়ার মহেশগঞ্জের ওই মহিলা নিজের পেটে ব্লেড চালান বলে হাসপাতাল সূত্রে খবর। ফুলবালা বর্মণ নামে ওই মহিলা লিভার ক্যান্সারে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়। রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন তাঁকে মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read