Sasraya News

Nadia : কৃষ্ণনগরে ধৃত অবসরপ্রাপ্ত সরকারি কর্মী

Listen

কৃষ্ণনগরে ধৃত অবসরপ্রাপ্ত সরকারি কর্মী

সাশ্রয় নিউজ ★ কলকাতা : কোতোয়ালি থানার পুলিশ এক সরকারি কর্মীকে গ্রেফতার করেছেন। ধৃতের বিরুদ্ধে জেলা প্রশাসনিক কর্মীদের সই নকল করে অর্থ তছরুপের অঅভিযোগ বলে পুলিশ সূত্রে জানা যায়। পুলিশ সূত্রে আরও খবর, ওই ব্যক্তি জেলা প্রশাসনিক ভবনের জনগণনা বিভাগে বসে অপকর্ম করতেন। এবং কয়েক বছর আগে তিনি চাকরি থেকে অবসর নেন। তার পরেও তিনি অফিসে আসতেন নিয়মিত। ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ জেলা প্রশাসনিক দফতরের জনগণনা বিভাগ সিল করে দেন বলে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read