Sasraya News

Saturday, February 15, 2025

Nachiketa-RG kar : ‘আমি কেন বোকার মতো নেমে পড়ব, যেটা পরবর্তীকালে লোকে ব্যবহার করবে ‘: নচিকেতা চক্রবর্তী

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আরজি কর নিয়ে বেনজির মন্তব্য গায়ক নিচিকেতা চক্রবর্তী (Nachiketa-RG kar)। অতীতে বাম আমলে বামফ্রন্ট সরকারের বিরোধিতায় রাস্তায় দেখা গিয়েছে শিল্পীকে। নন্দীগ্রাম-সিঙ্গুর জমি আন্দোলনের সময়ও তাঁকে দেখা তৎকালীন সরকার বিরোধিতায় দেখা গিয়েছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১৪ আগষ্ট একটি কবিতা পাঠ করেন সোশ্যাল মিডিয়ায়। তবে রাজ্য তথা দেশের মানুষ যখন চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে পথে নেমেছেন তখন সঙ্গীতশিল্পীর কণ্ঠে ভিন্ন স্বর! একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘এই বয়সে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে, এটা আমি ঠিক বুঝতে পারছি না। বিচ্ছিন্ন কতগুলো লোক হাঁটছে, তাঁদের দল তৈরি করে। আমার সেরকম কোনও দল নেই। আমি একদম একা। আমি কেন বোকার মতো নেমে পড়ব, যেটা পরবর্তীকালে লোকে ব্যবহার করবে।’ বলে উল্লেখ। শুধু তাই নয়, তিনি আরও বলেন যে, ‘প্রথম প্রতিবাদ তো আমিই করেছিলাম। কিন্তু এখন দেখছি কারুর পক্ষ না নিয়ে প্রতিবাদ করলে ট্রোলিং শুরু হবে’। তিনি বলেন, ‘এত বছরে রাস্তায় নেমে আমার সারা শরীরে ধুলো জমে গিয়েছে। এখন বয়স হয়েছে।’ এখানেই থেমে থাকেননি গায়ক। তিনি আরও বলেন, ‘আমি যেই রাস্তায় হাঁটতে যাব, বলবে ও তো রাজ্য সরকারের বিরোধিতা করতে নেমেছে। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের বিরোধিতা নয়। আমি মানবতার বিকৃতির বিরুদ্ধে হাঁটব। সেটা তো কেউ ভাবছে না। এই লোকগুলো আসলে অসুস্থ, এই লোকগুলোর ট্রিটমেন্ট দরকার। যারা এই কাজগুলো করছে। আমি মানবতার বিকৃতের বিরুদ্ধে হাঁটতে পারি, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, মধ্য সরকার, এদের বিরুদ্ধে হেঁটে কোনও লাভ হবে না আমার।’ বাংলার এ জনপ্রিয় গায়কের মন্তব্য ওয়াকিবহাল মহলে সমালোচনার ঝড় তুলেছেন। তবে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার দোষীদের শাস্তির দাবীতে যে আন্দোলন রাজ্য জুড়ে সেখান থেকে মানুষের দৃষ্টি সরাতেই এহেন মন্তব্য কেউ কেউ করছেন বলে মত রাজনৈতিক ওয়াকিবহাল মহলের বড় অংশের।

ছবি : আন্তর্জালিক 

আরও পড়ুন : Durga Puja Grant : দুর্গাপুজোর অনুদান ফেরাল বৈদ্যবাটী সদগোপপাড়া মহিলা মিলন চক্র

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment