Sasraya News

Nabanna Abhiyan : নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ছাত্র সমজের ডাকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাওড়া ও কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল বের হয়। এই মিছিলে অংশ নেয় সংগ্রামী যৌথ মঞ্চ। বেলা গড়াতেই কলজ স্কোয়ার থেকে মিছিল এগোতে থাকে। জাতীয় পতাকা হাতে মিছিলে অংশ নেন আন্দোলনকারীরা। মিছিল আটকাতে ও গোটা নবান্ন এরিয়া ও কলকাতা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে পুলিশ।

হাওড়ার সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের রুখতে কাঁদানে গ্যাস, জল কামান ও লাঠি চার্জ পুলিশের। কোথাও কোথাও পুলিশকে লক্ষ্য করে ইট। মাথা ফাটে পুলিশের। আন্দোলনকারীরা আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে স্লোগান দেন। স্লোগান ওঠে স্বাস্থ্য মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের।

দাফায় দফায় রণক্ষেত্রের আকার নেয় নবান্ন অভিযান। বেশ ক’য়েকজন আন্দোলনকারীকে গ্রেফতার করে পুলিশ। আরজি করের ঘটনার প্রতিবাদ জানাতে দেখা যায় কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল।

কলকাতা এমজি রোড, শিয়ালদহ, ধর্মতলা, হাওড়া ময়দান, শরৎ চ্যাটার্জী রোড, সাঁতরাগাছি প্রভৃতি জায়গায় পুলিশ ও আন্দোলনকারীদের ভেতর ধস্তাধস্তি হয় বলে উল্লেখ।

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read