



নবদ্বীপ-এ বাইক ও লরি সংঘর্ষ
সাশ্রয় নিউজ ★ কৃষ্ণনগর : নবদ্বীপ-এ বাইক ও লরি সংঘর্ষ, প্রাণ হারান একজন। ভালুকা বটতলার কৃষ্ণনগরগামী একটি লরি উল্টো দিক থেকে আসা একটি বাইককে ধাক্কা মারে। ঘটনাস্থলে বাইক চালক মিন্টু দাস (৩৩) প্রাণ হারান। পুলিশ সূত্রে জানা যায়, মিন্টু দাস-এর বাড়ি নবদ্বীপ পৌরসভা এলাকার মনিপুর ঘাটে। মিন্টু বাবু বৃহস্পতিবার রাত্রি পৌঁনে একটা নাগাদ অফিসের কনফারেন্স সেরে বাড়ি ফিরছিলেন। উল্লেখ্য যে, তিনি একটি বে-সরকারি সংস্থায় কর্মরত ছিলেন। ঘটনার খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ভালুকা বটতলার পৌঁছন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিপুর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ঘটনার তদন্ত করছে নবদ্বীপ থানার পুলিশ।
