



Naational award winner, Director Pinaki Choudhuri death : প্রয়াত পিনাকী চৌধুরী
৮২ বছর বয়সে চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত পরিচালক পিনাকী চৌধুরী। টলিপাড়ায় যখন আলোয় ঝলমল করে উঠছে চতুর্দিক ঠিক তখনই ভোর রাতে টলিউডের আরও একটি নক্ষত্রের পতন ঘটল। বিশেষসূত্রে জানা যায়, পরিচালক পিনাকী চৌধুরী ক্যানসার রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিজের লেকগার্ডেন্সের বাড়িতে।
জানা যায়, কয়েকমাস থেকে অসুস্থ পরিচালক একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর ফুসফুস অকেজো হয়ে যাওয়ায় শরীর জীবাণুর সঙ্গে লড়তে পারছিল না। বিগত ক’য়েকমাস থেকে তিজি লিম্ফোমিয়ায় আক্রান্তও ছিলেন। এর ফলে কোনওভাবেই পরিচালকের হৃদযন্ত্র কাজ করছিল না।
বলাই বাহুল্য, শোকের ছায়ায় টলিপাড়ায় দীপাবলীর আলো নিভল। শোক প্রকাশ করেছেন, টলিউডের অভিনেতা, অভিনেত্রী ও পরিচালকরা। সাশ্রয় নিউজ ও সাশ্রয় প্রোডাকশন হাউস এই বর্ষিয়াণ পরিচালকের প্রয়াণে শোকাহত।
