



ট্রেনের বাথরুমে যুবকের গলাকাটা দেহ উদ্ধার
সাশ্রয় নিউজ ★ কোচ বিহার : ট্রেনের বাথরুম থেকে উদ্ধার যুবকের গলাকাটা দেহ। ঘটনায় চাঞ্চল্য। সূত্রের খবর, দীনেশ্বর বর্মন নামে ওই যুবক কোচ বিহারের গোসানিমারির বাসিন্দা। বিহারের নওগাছিয়া স্টেশনে ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় বলে উল্লেখ। সূত্রের খবর, ট্রেনের অন্য যাত্রীরা দীনেশ্বর বর্মন নামে ওই যুবকের দেহ বিকানের গুহাহাটি এক্সপ্রেসে এস ৯ কমপার্টমেন্টের বাথরুমে পড়ে থাকতে দেখেন বলে উল্লেখ।
