Sasraya News

Saturday, February 15, 2025

Murshidabad Road Incident : পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপি কর্মী

Listen

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃতের নাম প্রবীর দোলুই (৩৬)। তিনি সাঁটুই চৌরিগাছার কাঁঠালিয়া দলুই পাড়ার বাসিন্দা। জানা যায়, প্রবীর দোলুই ওই অঞ্চলের একজন সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধেবেলা প্রবীর বহরমপুর থেকে ফিরছিলেন। এমতাবস্থায় সোনাই জগন্নাথপুর (টালিভাটা) এলাকায় তিনি একটি ইঁট বোঝাই ট্রাকটারের পেছেনে ধাক্কা লাগে তাঁর বাইকের। তাঁর বুকে ও পেটে গুরুতর আঘাত লাগে বলে জানা যায়। বাইকের পেছনে বসে ছিল প্রবীরের ৯-১০ বছরের সন্তানও। অল্পের জন্য সে প্রাণে রক্ষা পায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারারা বাইক প্রবীরকে নিকটস্থ কর্ণসুবর্ণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক থাকায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে পৌঁছলে চিকিৎসকরা বিজেপি কর্মীকে মৃত বলে ঘোষণা করেন।

শুক্রবার কাঁঠালিয়ায় প্রবীর দোলুই-এর মরদেহ গ্রামে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। শেষ শ্রদ্ধা উপস্থিত হন এলাকার বিজেপি কর্মী সমর্থক ও সাধারণ মানুষ। এদিনই বিকেল পাঁচটা নাগাদ তাঁর দেহ দাহ করা হয়। বিজেপির অঞ্চল সভাপতি মিহির বিশ্বাস জানান, ‘প্রবীর দোলুই-এর মর্মান্তিক মৃত্যুতে আমরা প্রত্যেকেই শোকাহত। আমরা আমাদের কাছের প্রিয়জনকে হারালাম।’ বিজেপি নেতার মৃত্যুতে শোকাভিভূত একালার মানুষজনও।

আরও খবর : Jalpaiguri : অবরোধে আটকে ট্রেন, ভোগান্তি যাত্রীদের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment