



মুর্শিদাবাদের ডোমকলে গাঁজা উদ্ধার করল পুলিশ
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের ডোমকলে গাঁজা উদ্ধার করল পুলিশ। গোপনসূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ অভিযান চালায়। রাবিবার গভীর রাতে রঘুনাথপুর গ্রামে পুলিশী অভিযানে দুই ব্যক্তিকে আটক সহ গাঁজা উদ্ধার করেন।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে ৩ কেজি ২৪৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। ধৃতদের নাম আজিজুল ইসলাম ও হাসানুরজ্জামান। তাঁদের বাড়ি ডোমকল থানার তুলসীপুরে। ডোমকল থানা সূত্রে আরও উল্লেখ যে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে, তাঁদের সঙ্গে বড় কোনও পাচারচক্রের সংযোগ আছে কি না! ধৃতদের বিরুদ্ধে মামলা শুরু করেছে ডোমকল থানার পুলিশ।
-প্রতীকী ছবি
