Sasraya News

Wednesday, June 18, 2025

Murshidabad News : খুলে গিয়েছে বহরমপুর-চোঁয়াপুর ওভারব্রীজ 

Listen

খুলে গেছে বহরমপুর-চোঁয়াপুর ওভারব্রীজ 

সাশ্রয় নিউজ : বহরমপুর পৌরসভার পৌর পিতার উদ্যোগে যানজট রক্ষার্থে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই খুলে গেল চোঁয়াপুর ফ্লাইওভার। এরফলে প্রতিদিন লক্ষাধিক মানুষ উপকৃত হবেন। এই উদ্যোগের ফলে আনন্দিত শহরবাসী। বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখোপাধ্যায়-এর সুত্রে জানা যায়, রাত্রিতে শহরবাসীর যাতায়াতের অসুবিধার কথা মাথায় রেখে বহরমপুর চোঁয়াপুর ওভার ব্রিজের ওপর স্ট্রিট লাইট বসিয়ে দেওয়া হল। যাতে বহরমপুরবাসী ও দূর-দূরান্ত থেকে আসা রোগীবাহী গাড়ি কোনওভাবেই যেন হাসপাতাল চত্বরে পৌঁছতে অসুবিধায় না পড়ে, তার জন্যই রাতের স্ট্রিট লাইট। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment