



টোটোয় চেপে স্ত্রী-এর গলায় কোপ স্বামীর
সাশ্রয় নিউজ ★ বহরমপুর : রাতে টোটোয় চেপে বাড়ি ফিরছিলেন মহিলা। পাশেই বসেছিলেন স্বামী। টোটোচালক রাত্রির অন্ধকারে দ্রুত তার গাড়ি দ্রুত গতিতেই চালাচ্ছিলেন। অসস্মাৎ মহিলার চিৎকার টো টো চালক চকমে ওঠেন গাড়ির গতি আস্তে করে পিছন দিকে তাকাতেই ভদ্রমহিলার পাশে বসে থাকা লোকটি ছুটে পালায়। আর মহিলাটি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মাটিতে। ঘটনাটি হাল আমলের কোনও ওয়েব সিরিজের কম নয় বলে মনে করছেন বিদগ্ধজনেরা।
ওয়েব সিরিজ বা সিনেমা নয়, বাস্তবেই এই ঘটনা ঘটল মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার দীঘিরপাড়া এলাকায়। এই শোকস্তব্ধ ঘটনাটি ঘিরে বুধবার উত্তেজনা ছড়িয়ে ভগবানগোলা এলাকায়। মহিলার নাম আয়েশা বিবি। বয়স আনুমানিক মাঝ বয়েসী।
স্থানীয়সূত্রে জানা যায়, ভগবানগোলা এলাকায় কাজ করতেন ভদ্রমহিলা। ওই এলাকায় কাজ করে স্বামীর সঙ্গে ঘরে ফিরছিলেন ভদ্রমহিলা। চলন্ত টোটোর পিছনের সিটে বসেছিলেন যুগলে। ওই ঘুটঘুটে অন্ধকারের মাঝে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলা পেঁচিয়ে দেন স্বামী। যন্ত্রণার কাতর চিৎকারে টোটো চালক ব্রেক কষলে চম্পট দেয় স্বামী। মারাত্মক জখম হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আয়েশা। শীঘ্রই আয়েশাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ দায়ের করা হয় স্থানীয় ভগবানগোলা থানায়। জানা যায়, আয়েশার স্বামীর নাম জাজিজ সেখ।
উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে জাজিজের সঙ্গে বিয়ে হয়েছিল আয়েশার। তাদের দুই সন্তান ববর্তমান। স্থানীয়সূত্রে জানা যায়, তাঁদের মধ্যে মাঝেমধ্যেই ঝামেলা বিবাদ লেগে থাকত। কোনও অবৈধ সম্পর্কের জেরেই এই খুন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আয়েশার স্বামীর খোঁজে তল্লাশি চালাচ্ছে ভগবানগোলা থানার পুলিশ। উল্টো দিকে টোটো চালককে আটক করে জিজ্ঞাবাদ করছে ভগবানগোলা থানা।
