Sasraya News

Murshidabad -farakka: ফারাক্কায় প্র‍য়াত কিশোরী, এলাকাবাসীর ডেঙ্গী আতঙ্ক

Listen

ফারাক্কায় প্র‍য়াত কিশোরী, এলাকাবাসীর ডেঙ্গী আতঙ্ক

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : ফারাক্কায় ডেঙ্গী আতঙ্ক ছড়িয়ে বলে জানা যায়। একজন কিশোরীর প্রয়াত হয়েছেন। মাসুদা খাতুন কিশোরীর জ্বর হয়ে ছিল বলে উল্লেখ। কিশোরীর বাড়ি ফরাক্কার মোমিনপাড়ায়। ওই কিশোরীর প্রয়াণে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানান প্রয়াত কিশোরীর দুইজন সদস্য বাবা এবং দাদা বহরমপুরের হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের ডেঙ্গী হয়েছে। জানা যায়, প্রয়াত কিশোরীরও বেশ কিছুদিন জ্বরে ভুগছিলেন। সঙ্গে পেটে ব্যথা ও বমিও ছিল। ডেঙ্গীর সমস্ত রকম লক্ষ্মণ বর্তমান ছিল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রয়াত হন কিশোরী বলে পরিবার ও স্থানীয়সূত্রে খবর। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পরে, পঞ্চায়েত প্রধানের দিকে আঙুল তুলেছেন। তাঁদের বক্তব্য, ডেঙ্গী রোধে প্রধানের কোনও হেল দোল নেই। যেদিকে আর্থিক ইনকাম আছে সেদিকেই ঝুঁকে আছেন এলাকার পঞ্চায়েত প্রধান। তিনি লুটে পুটে খাচ্ছেন। রাস্তা ঘাটের উন্নয়ন হয়নি। জল নিকাশির জন্য তিনি ড্রেনের ব্যবস্থাও করেননি। বিরোধী দল অভিযোগ করেছেন, বাড়ছে ডেঙ্গী। অথচ পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের হোনও ভ্রূক্ষেপ নেই। স্থানীয় মানুষজন পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের প্রতি ক্ষোভ বাড়ছে 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read