



আদিবাসী মদ ব্যবসায়ীর মৃত্যু
সাশ্রয় নিউজ ★মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পুলিশ একজন বে-আইনি মদ ব্যবসায়ীকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তি আদিবাসী সমাজের নাগরিক। নবগ্রাম থানা সূত্রে খবর, ওই ব্যক্তি বে-আইনিভাবে মদের ব্যবসা করতেন। খবর পেয়ে পুলিশ ওই তাঁকে আটক করে। কিন্তু অসুস্থতা বোধ করলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের পরে দেহ পরিবারের হাতে হস্তান্তরও করা হয়। কিন্তু আদিবাসী পরিবারের দাবি, হাসপাতালে না। পুলিশী হেফাজতে ও পুলিশী প্রহারেই মৃত্যু হয় মদ ব্যবসায়ীর। কিন্তু নবগ্রাম থানার পুলিশ মৃতের পরিবারের এহেন অভিযোগ অস্বীকার করেছেন।
কংগ্রেস নেতা জয়ন্ত দাস বলেন, ‘ভারতের সংবিধান অনুযায়ী পুলিশ যেমন মানুষকে অভিযুক্ত করতে পারেন। মানুষও তেমন পুলিশকে অভিযুক্ত করতে পারবে। সুতরাং তাঁরা (মৃতের পরিবার) যদি মনে করেন, অবশ্যই তাঁরা কোর্টের দ্বারস্থ হতে পারেন।’
