Sasraya News

Wednesday, June 18, 2025

Murshidabad CMOH : CMOH নিগ্রহের CCTV ফুটেজ পরীক্ষা, গ্রেফতার ১৪ 

Listen

CMOH নিগ্রহের CCTV ফুটেজ পরীক্ষা, গ্রেফতার ১৪ 

সাশ্রয় নিউজ : মুর্শিদাবাদে CMOH- এর নিগ্রহের ঘটনায় ১৪ গ্রেফতার করেছে পুলিশ। ১৩ অক্টোবর,২০২২ এই ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখেন বহরমপুর থানার আধিকারিকরা। তারপর ১৪ জনকে গ্রেফতার করেন পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু চিকিৎসক। লালবাগ মহাকুমা হাসপাতালে বিক্ষোভসভা করেন ডাক্তার, নার্স ও সমস্ত স্তরের হাসপাতাল কর্মীরা। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার একজন রোগীর পরিবারের লোকজন দ্বারা আক্রায়হন মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ডাঃ সন্দীপ সান্যাল। হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিয়ামত সেখ ও জেলাপরিষদের সভাধিপতি শামশুজ্জোহা বিশ্বাসবএই ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা যায়। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment