Sasraya News

Murshidabad : সাইকেল ও বাইক মুখোমুখি সংঘর্ষ

Listen

সাইকেল বাইক মুখোমুখি সংঘর্ষ

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : পথ দুর্ঘটনার সাক্ষী থাকল হরিহরপাড়া। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া বাজারে বাইকের সঙ্গে সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হলে দুই জনেই যখম হন। ওইসময় বাইক আরোহী ও সাইকেল আরোহী দু’জন দু’দিক থেকে আসছিলেন। বাইক আরোহীর নাম সানোয়ার শেখ (১৮), সাইকেল আরোহীর নাম শরিফুল মণ্ডল (৪৫)। ওই সময় বাজারের দোকানদার ও পথচারীরা ঘটনাস্থলে জমায়েত হন। হরিহরপাড়া থানার পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ও স্থানীয়দের তাৎপরতায় আহতদের দু’জন আহতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, পুলিশ সাইকেল ও বাইক আটক করেছে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read