



লালবাগ মহাকুমা হাসপাতালে চুরি
সাশ্রয় নিউজ : লালবাগ মহাকুমা হাসপাতালে চুরির ঘটনায় একজন মহিলা হাতে নাতে ধরা পড়েছেন। জানা যায়, মহিলার বাড়ি লালবাগেই। রোগীরা অভিযোগ করেন, আমরা যখন লাইনে দাঁড়িয়ে ছিলাম ওই মহিলাও লাইনে ছিলেন। উনি বেশ ক’য়েকজনের ব্যাগ ব্লেড দিয়ে কাটেন বলে অভিযোগ। জানা যায়, ব্যাগগুলিতে টাকা মোবাইল ফোন ও অন্যান্য দরকারি কাগজ-পত্র ছিল। হাসপাতালে চত্বরে উপস্থিত হাসপাতাল কর্মীরা ও রোগীরা জানান, মহিলাকে এর আগে কখনও হাসপাতাল চত্বরে দেখা যায়নি। মঙ্গলবার দুপুরের এই চুরির ঘটনায় লালবাগ মহাকুমা হাসপাতালে দূর-দূরান্ত থেকে আসা রোগী ও রোগীর পরিবারের লোকজন ক্ষোভ জানিয়েছিলেন। তাঁরা বলেন, আমরা দূর-দূরান্ত থেকে হাসপাতালে চিকিৎসা করাতে এসেছি। এমন চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি। জানা গিয়েছে, চুরির ঘটনায় ওই মহিলাকে পুলিশ আটক করেছে।
