Sasraya News

Friday, March 28, 2025

Murshidabad : রাণীনগরে বাম-কংগ্রেস জোটের কর্মীসভায় মানুষের ঢল

Listen

রাণীনগরে বাম-কংগ্রেস জোটের কর্মীসভায় মানুষের ঢল 

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : ‘রাণীনগরে কংগ্রেসের পার্টি অফিস ছিল। বন্ধ থাকত। শাসকদল খুলতে দিত না। এখানে হীরা বুবু (মমতাজ জাহান হীরা), জাহাঙ্গীর ফকিররা আসছেন এই ব্লকে কংগ্রেস আবার ফিরে দাঁড়াল। কুদ্দুস আলী পঞ্চায়েত ভোটের আগে আমাকে বলেছিল, দাদা, এই পঞ্চায়েত সমিতি এবার আমরা দখল করব। আমি বলেছিলাম, যদিই তাই হয়, আমি তোমার মুখে ফুল চন্দন দেব।’ রাণীনগরের গোধনপাড়ায় বাম-কংগ্রেস জোটের ডাকে কর্মীসভায় এভাবেই বক্তব্য শুরু করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। তিনি আরও বলেন, ‘এই পঞ্চায়েতের উপসমিতি গঠন যাতে দেরী হয়, সেই জন্য ডিএম-থেকে আইসি সকলে উঠে পড়ে লেগেছেন। সেটা হবে না। জনগণ পঞ্চায়েত সমিতি গঠন করেছে। জনগণই বাকিটা করবে।।’ বহরমপুরের সাংসদ কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘এই পঞ্চায়েতে সমিতি যেহেতু বাম-কংগ্রেস জোট গঠন করেছে। এই পঞ্চায়েত সমিতিকে সবচেয়ে দূর্বল করে দেখাতে চাইবে এখানের বিরোধীরা।’

উল্লেখ্য এদিনের সভায় বক্তব্য রাখেন, সিপিআই(এম) নেতা ইনসাফ আলি, কংগ্রেসের জেলা সম্পাদক জয়ন্ত দাস, মমতাজ জাহান হীরা প্রমুখ।

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment