Sasraya News

Murshidabad : মুর্শিদাবাদ জেলা ভাগের বিরোধিতায় গণ কনভেনশন

Listen

মুর্শিদাবাদ জেলা ভাগের বিরোধিতায় গণ কনভেনশন

সাশ্রয় নিউজ : মুর্শিদাবাদ জেলা ভাগ নিয়ে সরব হয়েছেন জেলার বুদ্ধিজীবীরা

উল্লেখ্য, রাজ্য সরকার মুর্শিদাবাদ জেলাকে যে কয়েকটি ভাগে বিভক্ত করতে চেয়েছেন, তার বিরুদ্ধে সরব বুদ্ধিজীবী মহল। ইতিমধ্যে ক’য়েকটি সভা করেছেন তাঁরা।

গতকাল ২৮ সেপ্টেম্বর, ২০২২ ‘সেন্ট জন অ্যাম্বুলেন্স বিগ্রেড’-এ গণ কনভেনশনের আয়োজন করেন তাঁরা। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হন, লেখক, শিল্পী, সাহিত্যিকরা। তাঁদের বক্তব্য, প্রশাসনিক কাজকর্মের গতি আনতে জেলা ভাগ হলে হোক, কিন্তু মুর্শিদাবাদ জেলার সঙ্গে ভারতবর্ষের ইতিহাস জড়িয়ে আছে। কোনও মতেই যেন মুর্শিদাবাদ জেলার নাম মুছে ফেলা না হয়। এই গন কনভেনে বক্তব্য রাখেন, আব্দুল হামিদ সরকার, রাহুল চচক্রবর্তী, খাজিম আহমেদ প্রমুখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read