



মুর্শিদাবাদে বোমা উদ্ধার
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার চাঁইপাড়ায় বোমা উদ্ধার। বৃহস্পতিবার একটি জঙ্গলে স্থানীয় বাসিন্দারা ২ টি ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এলাকায় পৌঁছে এলাকা ঘিরে ফেলেন। আসে বোম্ব স্কোয়াডও। বোম্ব স্কোয়াড কর্মীরা ফাঁকা মাঠে বোমাগুলি নিস্ক্রিয় করেন। পুলিশ সূত্রে খবর, ‘সাননে পঞ্চায়েত নির্বাচন। তার আগে পুলিশ গ্রামে গ্রামে তল্লাশি অভিযান চালাচ্ছে। সেই ভয়ে দুষ্কৃতীরা বোমা জঙ্গলে লুকোয় বলে প্রাথমিকভাবে অনুমান।’ বৃহস্পতিবারের বোমা উদ্ধারের ঘটনায় পুলিশ সূত্রে আরও খবর, ‘কোনও রাজনৈতিক রঙ না দেখে বোমা, বারুদ, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দুষ্কৃতিদের ধরা হবে। চাঁইপাড়ার ঘটনায় কে বা কারা জঙ্গলে বোমা রেখে যায়, তদন্ত চলছে।:
