Sasraya News

Murshidabad : বিশ্বকর্মা পুজোর দিনেই প্রাণ হারালেন তিনজন শ্রমিক

Listen

বিশ্বকর্মা পুজোর দিনেই প্রাণ হারালেন তিনজন শ্রমিক

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : স্বাড়ম্বরে উদযাপন হচ্ছে বিশ্বকর্মা পুজো। আর এ-দিনই একটি নির্মিয়মাণ সেপটক ট্যাঙ্কে নামেন একজন শ্রমিক। বাঁশের ভারা দেওয়া ওই সেপটিক ট্যাঙ্কের পাঁচিল আচমকাই ভেঙে যায়। ধ্বসে পড়া পাঁচিলে নিচে আটকে পড়েন ওই শ্রমিক। তাঁকে উদ্ধার করতে নামেন আরও তিনজন। তাঁরাও গুরুতর জখম হন বলে স্থানীয় সূত্রে জানা যায়। আহত চারজনকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। একজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন বলে উল্লেখ। এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read