



বাবার হাতে ছেলে খুন
সাশ্রয় নিউজ ★ বহরমপুর : মুর্শিদাবাদ জেলার ডোমকলের শহরবাসায় খুন হন এক যুবক। সূত্রের খবর, মঙ্গলবার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় বাইক নিয়ে বাবা সঙ্গে বচসায় হয় যুবকের। তারপর বাইকটিকে যুবক ভাঙচুর করে। তখন তাঁর বাবা বাধা দিতে গেলে বাবাকে আঘাত করে সে। তখনই ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে আঘাত করে অভিযুক্ত। গুরুতর আহত অবস্থায় আহত যুবকুকে প্রথমে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। পথেই প্রাণ ত্যাগ করেন যুবক।
ছবি : প্রতীকী
