Sasraya News

Murshidabad : ফারাক্কার ইমামনগরে বোমাবাজি 

Listen

ফারাক্কার ইমামনগরে বোমাবাজি 

সাশ্রয় নিউজ : বোমা বাজির ঘটনা ফারাক্কার ইমামনগর গ্রামে। সুত্রের খবর, ইমামনগরে দুই পরিবারের মধ্যে গরু বাঁধাকে কেন্দ্র করে একটি বোমাবাজির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিনের বিবাদ। এই বিবাদকে কেন্দ্র করেই রবিবার ঝামেলার সুত্রপাত। রবিবার গরু বাঁধাকেকেন্দ্র করে একবার ঝামেলা হলেও, স্থানীয় মানুষজনের চেষ্টায় তা থেমে যায়। কিন্তু ওই দিনই দুপুর থেকে বোমাবাজি হয় দুই পরিবারে। এই ঘটনার আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। বিরাট পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনা স্থলে। পুলিশ এই ঘটনার জেরে ২ জনকে আটক করেছে। এত বোমা এলাকায় কীভাবে জমা হয়েছিল, পুলিশ তদন্ত করছে। এলাকায় টহল দিচ্ছে পুলিশ। 

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read