



সাশ্রয় নিউজ ডেস্ক ★ বহরমপুর : মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ডোমকলে এক যুবককে নৃশংস খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। সূত্রের খবর, বুধবার রাতে ঘটনাটি ঘটে ডোমকলের বণিকপাড়ায়। মৃতের নাম শরিফুল ইসলাম (৩৪)। বাড়ি গরিবপুরে। মৃতের ভাইয়ের কথায়, “বুধবার রাত আটটা পর্যন্তও ভাই বাড়িতেই ছিল। এর পরই বিয়ের ঘটক রঞ্জু শেখকে দিয়ে ফোন করিয়ে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকালের খবর পাই ভাইয়ের দেহ শ্বশুরবাড়ির পাশের কাঁঠাল গাছে ঝুলছে। ওঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক।” স্থানীয় সূত্রের খবর যে, প্রায় তিন বছর আগে শরিফুলের বিয়ে হয় ডোমলল মুরারিপুকুর বণিকপাড়ার মৌসুমী খাতুনের সঙ্গে। তাঁদের একটি ১১ মাসের সন্তানও বর্তমান। বিয়ের বছর-খানেক পরেই শরিফুলের স্ত্রী ও শাশুড়ির সন্দেহ প্রকাশ করেন, শরিফুল বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান বলে। এরপরে থেকেই নিত্য তাঁদের অশান্তি হত বলে উল্লেখ। মৃতের ভাইপোর মহবুল হকের কথায়, “মৃতদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের ধারণা কাকাকে পেরেক দিয়ে অত্যাচারের পর খুন করে দেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন যে, “সালিশি সভাতে কাকিমাকে তাঁর বাপের বাড়িতে পাঠানোর বিষয়টি স্থির হয়। পরে অশান্তির মীমাংসা করে বাড়িতে নিয়ে আসা হবে বলেই ঠিক ছিল। সেই মতো কাকিমা চলেও যান। বুধবার রাতে কাকাকে ফোন করে কাকিমাদের বাড়িতে ডাকা হয়। রাতে কী হয়েছে জানি না। বৃহস্পতিবার সকালে কাকার মৃত্যুর খবর পাই।” ছবি : প্রতীকী
আরও পড়ুন : Left-Congress Toto Rally : সায়ন ব্যানার্জীর সমর্থনে টোটো মিছিল
