Sasraya News

Friday, March 28, 2025

Murshidabad : নওদা থানার পুলিশের জালে বাইক চোর, উদ্ধার পাঁচটি বাইক 

Listen

নওদা থানার পুলিশের জালে বাইক চোর, উদ্ধার পাঁচটি বাইক 

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার নওদা থানার পুলিশের জালে বাইক চোর। উদ্ধার ৫টি চোরাই বাইক। ধৃত ৩। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে, ত্রিমোহিনী ও ডুবতলায় অভিযান চালান পুলিশ। সন্দেহভাজন  দু’জনকে পুলিশ আটক করেন। ধৃতদের জেরা করে উদ্ধার হয় ৩টি বাইক। পরে আরও একজন ধরা পড়ে। তাঁর কাছ থেকে আরও দু’টি চোরাই বাইক উদ্ধার করেন। ধৃতদের জেরা করে বাইক চুরির কোনও চক্র কাজ করছে কিনা জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্রে আরও খবর, আদালতের নির্দেশ পেলেই বাইকগুলির মালিকের হাতে উদ্ধার হওয়া ৫ টি বাইক তুলে দেওয়া হবে।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment