



সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম মোজাম্মেল হক (৪৫)। তিনি লালগোলার সিতেশনগরের বাসিন্দা। মোজাম্মেল বাবু, চেন্নাইয়ে নির্মাণ শ্রমিকের কাজে যান বলে পরিবার সূত্রে খবর। সেখানে একটি বহুতলে নির্মাণের কাজ চলছিল। এমন সময় তিনতলার মাচা থেকে তিনি পড়ে যান। তাঁকে স্থানীয় সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গত শনিবার রাত্রি বেলা হাসপাতালেই মোজাম্মেল শেখ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে উল্লেখ। পরিবার সূত্রে জানা যায়, মোজাম্মেল শেখ টানাটানির সংসারে প্রায় মাস খানেক আগে ওই নির্মাণ সংস্থায় কাজে যান। ৬ জনের সংসারে একমাত্র আয় করতেই তিনিই। তাঁর মৃত্যুতে অন্ধকারে তকিয়ে গেল পরিবারটি, এমনি মত স্থানীয়দের।
আরও খবর : Calcutta High Court : ‘শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনও বাধা নেই ‘: কলকাতা হাইকোর্ট
