



ইচ্ছেফড়িং-এর বন্ধুদের মুখে হাসি
সাশ্রয় নিউজ : মনে পড়ছে লাইনটি? ‘শত ফুল বিকশিত হোক ‘…
ছোটরাই এই ভবিষ্যৎ। ইচ্ছেফড়িং শিশুদের পুজোয় নতুন পোশাক তুলে দিল। শারদ চতুর্থীতে ছোট্ট বাচ্চাদের পেল নতুন পোশাক। মুর্শিদাবাদ থেকে প্রকাশিত একটি ছোটদের পত্রিকার এমন একটি উদ্যোগ বেশ প্রশংসার দাবি রাখল। পত্রিকাটির নাম ইচ্ছেফড়িং। সম্পাদনা করেন অনুপমা বন্দ্যোপাধ্যায়। ইচ্ছেফড়িং-এর বন্ধু ছোটরাই। নিশ্চিত করে বলা যায়, তাঁদের নিষ্পাপ মুখের হাসি পত্রিকাটির বড় সম্পদ বৈকি!
