Sasraya News

Murshidabad : আগুনে ভস্মীভূত বাড়ি 

Listen

আগুনে ভস্মীভূত বাড়ি 

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : মুর্শিদাবাদ জেলার মধুরপুরে আগুন। আগুনে পুড়ে ছায় হয়ে গেল বেশ কিছু বাড়ি। জানা যায় শুক্রবারের ওই আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বাড়ির অংখ্য জিনিসপত্র। স্থানীয় মানুষজন জানান, প্রথমে গ্রামবাসী ও পরে ডোমকল থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করেছেন। দমকলের প্রতি ক্ষোভ জানিয়েছিলেন স্থানীয়রা। তাঁরা বলেন, দমকলেএ ইঞ্জিন আরও আগে আসলে এত ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হত না। পুলিশ জানিয়েছে, মোট সাতটি বাড়িতে আগুন লাগে। আগুনে আনুমানিক কয়েক লাখটাকার জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ডোমকল থানার পুলিশ জানান, আগুনের লাগার কারণ সম্পর্কে তদন্ত করা হচ্ছে। জানা যাচ্ছে, এই ঘটনায় কোনও রকম প্রাণহানির ঘটনা ঘটেনি। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read