



সুখেন দাস ★ আগরতলা : আগরতলায় সম্প্রতি সাহিত্য আকাদেমির আয়োজনে বহুভাষীক কবিতা অনুষ্ঠান হয়ে গেল (Multilingual Poets Meet)। এছাড়াও এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক ছিলেন মণিপুর লিটারেরী অ্যাণ্ড কালচারাল ফোরাম ত্রিপুরা। অনুষ্ঠানটি হয় নর্থ ইস্ট সেন্টার ফর ওরাল লিটারেচার, সাহিত্য আকাদেমি অডিটোরিয়ামে। সভাপতিত্ব করেন সাহিত্য অকাডেমি মণিপুরী ভাষার উপদেষ্টা সদস্য অশাংবম নেত্রজিৎ। এদিন স্বরচিত কবিতা পড়েন, ককবরক ভাষায় : উত্তরা চাকমা, বাংলা ভাষায় : কবি খৈবম শৈব্যা, মণিপুরী ভাষায় : কবি সেলৈবম খেলা মোহন, মগ ভাষায় : ক্রাইরি মগ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি বিরলা সিংহ তাঁর বক্তব্যে সমস্ত ভাষার লেখক, সাহিত্যিক ও কবিদের অভিবাদন জানান। একই সঙ্গে সমস্ত ভাষার সঙ্গে আরও দৃঢ় সংযোগ স্থাপনের আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানে ধন্যবাদজ্ঞাপন করে বক্তব্য রাখেন, মণিপুরী লিটারেরী অ্যাণ্ড কালচারাল ফোরাম ত্রিপুরার সাধারণ সম্পাদক খৈল্লাম মঙ্গল সিংহ। ‘সাহিত্য আকাদেমি দিল্লি’ ও ‘মণিপুরী লিটারেরী অ্যাণ্ড কালচার’ -এর এই আয়োজনে খুশি উপস্থিত কবি, লেখক ও সাহিত্যিকরাও তাঁদের আনন্দ সংবাদ প্রকাশ করেন।
