



ধোনি মাঠে নামতেই ১২৮ ডেসিবেলে দর্শকদের গর্জন
সাশ্রয় নিউজ ★ বিশাখাপত্তনম : প্রায় এক বছর পরে রবিবার ব্যাট হাতে মাঠে মহেন্দ্র সিং ধোনি। এমন সময় স্টেডিয়াম থেকে গর্জন উঠল ধোনির নামে। সেই গর্জনের মাত্রাও নেহাত কম নয়। যা ১২৮ ডেসিবেল। খাতায় কলমে ৩০৭ দিন পরে ব্যাট হাতে এমএসকে মাঠে দেখতে পেলেন তাঁর অনুরাগীরা। এই বছরেই ক্যাপ্টেন্সি ছেড়েছেন ধোনি। তার আগে পাঁচবারই তাঁর অধিনায়কত্বে CSK চাম্পিয়ন হয়েছে। ১৬.৫ ওভার যখন খেলা চলছে, সেই সময় ব্যাট হাতে মাঠে নামেন ধোনি। বাউন্ডারি দিয়ে এদিন তাঁর রানের খাতা খোলেন। পরের বলে খলিল আহমেদ ক্যাচ ফেলতেই দর্শকদের মুখে সেই চওড়া হাসি ফিরে আসে। এদিন CSK -এর প্রাক্তন অধিনায়কের সংগ্রহ ৩৭। খেলেছেন ১৬ বল। -সংগৃহীত ছবি
আরও পড়ুন : Rishabh Pant : চেন্নাইয়ের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি ঋষভের
