



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিম-এর (MP Anwarul Azim) রহস্য মৃত্যু ঘিরে শোরগোল কলকাতায়। সূত্রের খবর, তিনি চিকিৎসাজনীত কারণে কলকাতা আসেন বলে উল্লেখ। ওঠেন বরানগরে বন্ধুর বাড়ি। সেখান থেকে ১৪ তারিখ তিনি বিশেষ কাজে বেরুচ্ছেন বলে বেরিয়ে যান, এবং বন্ধুকে জানান, আজই সন্ধের মধ্যে ফিরবেন। কিন্তু পরের দিনও তিনি না ফেরায় ও ফোন বন্ধ থাকায় বন্ধু গোপাল বিশ্বাস থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশও সাংসদ আনোয়ারুল আজিম-এর (MP Anwarul Azim) ফোন বন্ধ পান বলে উল্লেখ। উল্লেখ্য যে, এমপি আনোয়ারুল আজিমের (MP Anwarul Azim) বাড়ির লোকজন তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Bangladesh PM ShaikhSheakh Hasina) সঙ্গে যোগাযোগ করেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিল্লি ও কলকাতা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয় বলে বিশেষ সূত্রে খবর। কলকাতা পুলিশও বাংলাদেশের সাংসদের খোঁজ শুরু করে। তারপর নিউটাউনের এক বিলাসবহুল আবাসন থেকে ওই সাংসদের দেহ উদ্ধার হয় জানা যায়। তদন্তকারী পুলিশ আধিকারিকরা ওই বিলাসবহুল আবাসনের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করবে বলে উল্লেখ। সাংসদের রহস্য মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে দুই দেশেই। ছবি : আন্তর্জালিক
আরও পড়ুন : Rinku Singh : আত্মবিশ্বাসী রিঙ্কু
