Sasraya News

Saturday, February 15, 2025

Morphine Recovered : শিলিগুড়িতে গ্রেফতার মরফিন পাচারকারী

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ শিলিগুড়ি : এসএসবি’র অভিযানে উদ্ধার মরফিন (Morphine Recovered)।  গ্রেফতার একজন যুবক। দার্জিলিং জেলা পুলিশের এসএসবি একটি গোপন অভিযান চালায় বলে উল্লেখ।

 

 

সেই অভিযানে ৩৫ গ্রাম মরফিন সহ এক যুবককে গ্রেফতার করে এসএসবি। শনিবার প্রসাদু জোত মোড়ে গোপন খবর পেয়ে ওই অভিযানে এসএসবি’র ৪১ ব্যাটেলিয়নের জওয়ানরা মুকুল রায় নামে একজন পাচারকারীকে আটক করে। পরে তাঁরা ধৃতকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে হস্তান্তর করে বলে উল্লেখ। পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি গৌড়সিংজোতে। ধৃত যুবক আগেও মাদক সহ গ্রেফতার হন বলে সূত্রের খবর। ঘটনার তদন্তে পুলিশ।

-প্রতীকী ছবি 

আরও পড়ুন : Noida Fire : নয়ডায় আগুনে পুড়ল অফিস বিল্ডিং 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment