



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : টিম ইন্ডিয়ার নতুন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মর্নি মর্কেল (Morne Morkel)। চেন্নাইয়ে ভারত ও বাংলাদেশ টেস্ট সিরিজ খেলবে। সেই সিরিজের আগে প্রস্তুতি শিবির চলছে টিম ইন্ডিয়ার। নীল জার্সি গায়ে সেই প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন মর্নি মর্কেল। প্রাক্তন প্রোটিয়া তারকা ভারতীয় বোলিং ভারতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পেয়ে খুশি। এমনই জানা যায়, বিসিসিআই-এর এক ভিডিওতে। মর্নি ওই ভিডিওতে জানান, “আমি যখন জানতে পারি ভারতের কোচ হচ্ছি, প্রথমেই বাবাকে ফোন করি। স্ত্রীকে নয়। সুখবর জানাই। প্রথমে তো ৫-৭ মিনিট নিজেরই দারুণ লাগছিল। তারপর পরিবারের সকলের সঙ্গে বিষয়টা শেয়ার করে নিই। এই দায়িত্ব পেয়ে আমি একেবারে আপ্লুত।” তিনি আরও বলেন, “যখন কোনও পরিকল্পনা করব, তখন দলের সিনিয়র প্লেয়ারদেরও পাব। এটা ভেবে ভালো লাগছে। আমাদের টিমে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরার মতো সিনিয়র প্লেয়াররা রয়েছে। তাই আমরা লাকি। ওরা সামনে থেকে এক্কেবারে দলকে নেতৃত্ব দেয়। আমার দায়িত্ব ওদের সমর্থন করা।” একই সঙ্গে প্রোটিয়া তারকার কথায়, “নীল জার্সি অনেক প্রত্যাশা বয়ে বেড়ায়। আমার দায়িত্ব দলের সকলকে এই পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করা এবং নিজের অভিজ্ঞতা ও জ্ঞান সকলের সঙ্গে শেয়ার করে নেওয়া।”
ছবি : আন্তর্জালিক
আরও পড়ুন : Minakshi Mukherjee : ‘মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন ওনার চেয়ার টলে যাবে’: মীনাক্ষী মুখোপাধ্যায়
